ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক স্থানে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার শহরের দক্ষিন পৈরতলা ও পুনিয়াউট এলাকায় এই ঘটনাগুলো ঘটে। নিহতরা হলো দক্ষিন পৈরতলার মুহাম্মদ শাহীন মিয়ার ছেলে ৯ বছরের মাদ্রাসা ছাত্র আব্দুল্লাহ ও পুনিয়াউট দক্ষিন পাড়ার মুহাম্মদ আনিস মিয়ার ৩ বছরের মেয়ে শিপা।
পরিবার সূত্রে জানা যায়, আব্দুল্লাহ পুকুরপাড় খেলাধুলা করছিল। সবার অজান্তে বাড়ির সংলগ্ন মসজিদের পাশের পুকুরের পানিতে পড়ে যায় সে। পরে পুকুর থেকে তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
এদিকে দুপুরের পর থেকে শিপাকে পাওয়া যাচ্ছিল না। অনেক খুঁজাখুজির পর শিপাকে পুকুর থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com