ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়ায় পারুলের নির্যাতনকারিকে গ্রেপ্তার দাবিতে মানববন্ধন

শনিবার, ২৭ জুন ২০২০ | ৬:৫৩ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় পারুলের নির্যাতনকারিকে গ্রেপ্তার দাবিতে মানববন্ধন

নির্যাতনের ঘটনায় সাংবাদিক সাজিদা ইসলাম পারুলের সাবেক স্বামী রেজাউল করিম প্লাবনকে দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে আজ শনিবার ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সরাইল ও নাসিরনগর উপজেলার সচেতন নাগরিকদের আয়োজনে উপজেলা সদরের কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ প্রাঙ্গনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।


আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় মাইক্রোবাস চালক নিহত


সরাইলের সমাজকর্মী এম. মনসুর আলীর সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন নাসিরনগর প্রেসক্লাবের সহ-সভাপতি আকতার হোসেন ভূইয়া, দৈনিক প্রথম আলোর জেলা প্রতিনিধি শাহাদাৎ হোসেন, দ্য ডেইলি স্টারের জেলা প্রতিনিধি মাসুক হৃদয়, স্কুল শিক্ষক সঞ্জয় দেব, শিক্ষার্থী মোহাম্মদ আশিক, মো. শফিক মিয়া ও মুর্শেদ মিয়া। বক্তারা অবিলম্বে নির্যাতনকারির গ্রেপ্তার দাবি করেন।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!