ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে আজ সোমবার সকালে পাজেরো জিপের চাপায় অজ্ঞাত এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোনারামপুর এলাকার ওই দুর্ঘটনায় আরও দুই মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।
খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান চৌধুরী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে সোনারামপুর এলাকায় ঢাকামুখী একটি পাজেরো জিপ বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের একজন মারা যান। আহত দুইজনকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে দুর্ঘটনার পরপরই পালিয়ে যাওয়ায় চালক ও গাড়িটি আটক করা যায়নি।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com