ব্রাহ্মণবাড়িয়া পৌরশহর থেকে কুতুব উদ্দিন (৫২) নামে জামায়াত ইসলামীর এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার দিবাগত মধ্যরাতে শহরের মৌলভীহাটি থেকে তাকে গ্রেফতার করা হয়।
তিনি জেলার সরাইল উপজেলা জামায়াত ইসলামীর আমির ও কুট্টাপাড়া এলাকার মোহাম্মদ আলীর ছেলে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সেলিম উদ্দিন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, নাশকতার মামলায় কুতুব উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com