ব্রাহ্মণবাড়িয়ায় গত ২৪ ঘন্টায় আজ বুধবার আরো ৪০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। বিকালে তাদের নমুনার ফল পজেটিভ এসেছে ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন অফিসে। এ নিয়ে জেলায় মোট ৬৫২ জন করোনা শনাক্ত হয়েছে।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ একরাম উল্লাহ আক্রান্তের বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ বুধবার দুপুরে সরকারি আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ ও ন্যাশনাল ইন্সটিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন এন্ড রেফারাল সেন্টার এবং বে-সরকারি ব্রাহ্মণবাড়িয়া মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালের
পিসিআর ল্যাবে থেকে প্রাপ্ত ২৯৫ টি নমুনা পরীক্ষা করে ৪০ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমিত কোভিড-১৯ রোগ শনাক্ত হয়েছে।
আরও পড়ুন: আখাউড়ায় নতুন করে আরও ৩ জন করোনায় আক্রান্ত
করোনায় শনাক্ত ৪০ জনের মধ্যে সদর উপজেলায় ১৫ জন, আখাউড়া উপজেলায় ৩ জন, নাসিরনগর উপজেলায় ১ জন, কসবা উপজেলায় ৯ জন, বিজয়নগর উপজেলায় ১ জন, নবীনগর উপজেলায় ৭ জন, সরাইল উপজেলায় ৩ জন ও আশুগঞ্জ উপজেলায় ১ জন । জেলায় আক্রান্ত ৬৫২ জনের মধ্যে ৯৪ জন ইতিমধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। করোনা পরিস্থিতিতে জেলায় ৭ জন মারা যায়।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com