ব্রাহ্মণবাড়িয়ায় জেলায় নতুন করে আরও ৩৭ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। আজ শুক্রবার ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন কার্যালয়ে কর্মরত ডা. সানজিদা আক্তার আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন। এ নিয়ে জেলায় করোনা ভাইরাসে আক্রান্তের পরিমান দাড়িয়েছে ২৪৩ জনে। ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন অফিস জানায়, আজ শুক্রবার বিকাল সাড়ে ৫টা পর্যন্ত ১৮৮টি রিপোর্টের মধ্যে ৩৭ জনের করোনার ফলাফল পজিটিভ এসেছে।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় করোনার উপর্সগ নিয়ে এক ব্যক্তির মৃত্যু
সর্বশেষ ফলাফলে সদর উপজেলায় ৫ জন, নবীনগর উপজেলায় ১৯ জন, কসবা উপজেলায় ৭ জন, নাসিরনগর উপজেলায় ১ জন, বিজয়নগর উপজেলায় ১ জন, সরাইল উপজেলায় ৩ জন, আশুগঞ্জ উপজেলায় ১ জন করোনার ফল পজেটিভ এসেছে। জেলায় করোনা আক্রান্ত ২৪৩ জনের মধ্যে ৭২ জন ইতিমধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় করোনা ভাইরাসের দাপট, তিনদিনে আক্রান্ত ৮৫ জন
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com