ব্রাহ্মণবাড়িয়ায় আজ বৃহস্পতিবার নকল স্যাভলন বিক্রির দায়ে এক দোকানিকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাস পৌর এলাকার জগত বাজারের ‘মেসার্স মিশু এন্টারপ্রাইজ’ একটি প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন।
জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত বৈদ্য ও বাজার পরিদর্শক নাজমুল হক এ সময় উপস্থিত ছিলেন। ওই প্রতিষ্ঠান থেকে ২৩টি এক লিটারের নকল স্যাভলনের বোতল উদ্ধার করা হয়।
আরও পড়ুন: লকলাউনে বাংলাদেশে সন্তান জন্ম দিলেন ভারতের নারী, আখাউড়া দিয়ে সন্তানসহ ফিরলেন দেশে
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com