ব্রেকিং

x

ভ্রাম্যমাণ আদালত

ব্রাহ্মণবাড়িয়ায় নকল সরবরাহের অভিযোগে ৩ শিক্ষকের কারাদন্ড

রবিবার, ১০ ফেব্রুয়ারি ২০১৯ | ৯:১২ পূর্বাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় নকল সরবরাহের অভিযোগে ৩ শিক্ষকের কারাদন্ড

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় দাখিল পরীক্ষা চলাকালে নকল সরবরাহের অভিযোগে তিন শিক্ষককে ১৫ দিনের জেল ও এক ফটোকপি দোকানীকে ২ বছরের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।


গতকাল শনিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসিনা ইসলাম এ দন্ডাদেশ দেন।


দদন্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার মেহারী উবাইদিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক আব্দুল কাইয়ূম (৪২), নুরুল আমিন (৪০), হাফিজুল ইসলাম (২৫) এবং ফটোকপি দোকান মালিক মহসিন রিফাত।

ইউএনও হাসিনা ইসলাম  জানান, আমরা ৩৩৩ নম্বরে কল পেয়ে ওই কেন্দ্রের পাশে মহসিন রিফাতের ফটোকপি দোকানে অভিযান চালিয়ে ইংরেজি প্রথম পত্র প্রশ্নের উত্তরসহ নকল পাওয়া যায়। আটকের পর মহসিন রিফাত জানায়, ওই তিন শিক্ষক এসব উত্তর সরবরাহ করে। পরে দেয়া তথ্যানুযায়ী ওই তিন শিক্ষককে আটক করে কারাদন্ড দেওয়া হয়। পরে তাদের কসবা থানা পুলিশের কাছে সোর্পদ করা হয়েছে।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!