ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়ায় ধান মাড়াই নিয়ে সংঘর্ষ, পুলিশসহ আহত ৪০

সোমবার, ২০ এপ্রিল ২০২০ | ৮:৩৯ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় ধান মাড়াই নিয়ে সংঘর্ষ,  পুলিশসহ আহত ৪০

ব্রাহ্মণবাড়িয়ায়  ধান মাড়াই করা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ অন্তত ৪০ জন আহত হয়েছেন। গতকাল রোববার  রাতে নাসিরনগর উপজেলার গোর্কণ ইউনিয়নে এই ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ নয় রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। আহতদের স্থানীয়ভাবে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।


পুলিশ জানায়, গতকাল রোববার সন্ধ্যায় ডিঘর ও সূচীউড়ার তিতাস নদীর পাড়ে ফারুক মিয়া ধান মাড়াই করছিলেন। তখন কামাল মিয়া নামে এক ব্যক্তি ধান মাড়াইয়ের ওপর একটি ছোট ট্রাক উঠিয়ে দেন। এতে ফারুক বাধা দিলে দুই জনের মধ্যে কথাকাটাকাটি হয়। পরে এ নিয়ে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। তখন দুইপক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষ চলে টানা ৪ ঘণ্টা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে কামালের পক্ষের লোকজন পুলিশের ওপরও হামলা করে। তখন শুরু হয় ত্রিমুখী সংঘর্ষ। এসময় পাঁচ পুলিশ সদস্যসহ উভয় পক্ষের ৪০ জন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৯ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।


গোকর্ণ ইউনিয়নের ইউপি চেয়ারম্যান জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংর্ঘষ হয়। আহতদের হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। পুলিশের উপস্থিতিতে উভয় পক্ষকে বাড়িতে পৌঁছে দিয়েছি। তবে এলাকায় পুলিশ মোতায়েন আছে।

নাসিরনগর থানার অফিসার ইনর্চাজ সাজেদুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষ এড়াতে ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!