ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার মীরপুর এলাকার টু-স্টার নামে একটি ইটভাটায় আজ রবিবার সকালে দেয়ালধসে মো. খালেক মিয়া (৫০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। মীরপুর গ্রামের মো. গোলাম রহিমের ছেলে খালেক ভাটার সংস্কার কাজ করার সময় এ দুর্ঘটনার শিকার হন।
স্থানীয় সূত্র জানায়, ইটভাটাটিতে সংস্কার কাজ চলছে। অন্যান্য শ্রমিকের সঙ্গে খালেক মিয়াও এতে কাজ করছিলেন। এ সময় ভাটার একটি দেয়ালধসে তার ওপর পড়ে। এতে দুটি পা ভেঙে তিনি গুরুতর আহত হন। উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিজয়নগর থানার ওসি মো. আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, জেলা সদর হাসপাতাল মর্গে লাশের ময়নাতদন্ত করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com