ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ৫৬ কেজি বা প্রায় দেড় মন গাজাসহ মো. মোশারফ হোসেন (২৫) ও মো. আলমগীর (২২) নামে দুই মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ বুধবার দুপুরে ১২টায় র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার শাহাবাজপুর ব্রিজের কাছে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে। একটি পিকআপ ভ্যানে করে তারা গাঁজা পাচার করছিলো।
গ্রেপ্তারকৃত মোশারফ হোসেন হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার বাগবাড়ি এলাকার আব্দুল আউয়ালের ছেলে ও মো. আলমগীর কুড়িগ্রাম জেলার কুটিনগর গ্রামের মো. আমির হোসেনের ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব ভৈরব ক্যাম্পের কম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়েরের নেতৃত্বে র্যাব সদস্যরা এই অভিযান পরিচালনা করেন। এ ঘটনায় সরাইল থানায় মামলা দায়ের করা হয়েছে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com