ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়ায় দুর্ঘটনা কবলিত বগি উদ্ধার কাজ শেষ হয়নি। তদন্ত কমিটি গঠন।

রবিবার, ০১ জুলাই ২০১৮ | ৭:৩৪ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় দুর্ঘটনা কবলিত বগি উদ্ধার কাজ শেষ হয়নি। তদন্ত কমিটি গঠন।

ব্রাহ্মণবাড়িয়ায় তেলবাহী ট্রেনের ৯টি বগি লাইনচ্যুতের কারণ অনুসন্ধানে ৪ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। আজ রোববার সকালে রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা মাহবুবুর রহমানকে প্রধান করে গঠিত কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।


বেলওয়ের চট্টগ্রাম বিভাগীয় মহা-ব্যবস্থাপক সৈয়দ ফারুক আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে শনিবার রাত সোয়া ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার শিমরাইলকান্দি এলাকায় ঢাকা অভিমুখী একটি তেলবাহী ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনায় ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়ে। পরে বিকল্প ব্যবস্থায় ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়। দুর্ঘটনার খবর পেয়ে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন থেকে উদ্ধারকারী ট্রেন এসে দুর্ঘটনা কবলিত ট্রেনের বগিগুলো উদ্ধারে কাজ শুরু করে। তবে এখনও পর্যন্ত উদ্ধার কাজ শেষ হয়নি।


আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!