ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়ায় দু’দল গ্রামবাসীর সংঘর্ষে পুলিশসহ আহত ৪০

বৃহস্পতিবার, ২৬ জুলাই ২০১৮ | ১২:৩৭ পূর্বাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় দু’দল গ্রামবাসীর সংঘর্ষে পুলিশসহ আহত ৪০

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে পুলিশসহ উভয়পক্ষের অন্তত ৪০ জন আহত হয়েছে।


আজ বুধবার  বিকেলে উপজেলার চরচারতলা ইউনিয়নের ঈদগাহ মাঠ এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।


তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় জানা যায়নি। তাদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে উপজেলার চরতারতলার মুন্সি বাড়ি ও কেসকি বাড়ির লোকজনের মধ্যে বিরোধ চলছিল। এর জের ধরে বিকেলে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। তিন ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৪০ জন আহত হয়। সংঘর্ষ থামাতে গিয়ে ৫/৬ জন পুলিশ সদস্যও আহত হন।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বদরুল আলম তালুকদার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

সুত্র:বাংলানিউজ

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!