ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়ায় দুই হাজার ইয়াবাসহ ৪ শীর্ষ মাদক ব্যবসায়ি আটক

বৃহস্পতিবার, ০৪ জুলাই ২০১৯ | ১১:০৬ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় দুই হাজার ইয়াবাসহ ৪ শীর্ষ মাদক ব্যবসায়ি আটক

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা থেকে দুই হাজার ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চার শীর্ষ মাদক ব্যবসায়িকে আটক করেছে র‌্যাব। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার গোপীনাথপুর এলাকা থেকে র‌্যাব-১৪ এর ভৈরব ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে তাদের আটক করেন।


আটকরা হলেন- মোজাম্মেল মিয়া (২৪), জালাল ভূঁইয়া (৩৩), শিরিনা বেগম (২২) ও শাকিল সিকদার (২৫)।


বিকেলে র‌্যাব-১৪ এর ভৈরব ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব ক্যাম্পের কোম্পানি কমান্ডার রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের ও জ্যেষ্ঠ সহকারী পরিচালক চন্দন দেবনাথের নেতৃত্বে র‌্যাবের একটি অভিযানিক দল কসবা উপজেলার গোপীনাথপুর এলাকায় অভিযান চালায়। অভিযান চলাকালে মোজাম্মেলকে ৩৭০ পিস ইয়াবা ট্যাবলেট ও বাকি তিনজনকে এক হাজার ৭শ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। এছাড়াও আটকদের কাছ থেকে মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল এবং মাদক বিক্রির ২৭ হাজার ১৯০ টাকা জব্দ করা হয়।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!