ব্রাহ্মণবাড়িয়ায় আও ৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজ সোমবার নতুন করে এই ৬ জনের করোনা আক্রান্তের রিপোর্ট পজিটিভি এসেছে। ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন কার্যালয় সূত্রে এই তথ্য জানাগেছে।
জানাগেছে, জেলার বাঞ্ছারামপুরে ৩ জন এবং নাসিনরগর, আখাউড়া, বিজয়নগরে ১ জন করে আক্রান্ত হয়েছে। বাঞ্ছারামপুর ও বিজয়নগরে আক্রান্তদের মধ্যে দুইজন শিশু রয়েছে। আখাউড়ায় আক্রান্ত ব্যক্তি ভবঘুরে।
সিভিল সার্জন কার্যলয় সূত্র মতে, জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে গিয়ে দাঁড়ালো ৩৯ এ। মারা গেছেন তিন জন। এই পর্যন্ত জেলা থেকৈ ১০৭ জনের নমুনা সংগ্রহ করা হয়। সর্বশেষ আজ সোমবার দুপুরে ছয়জনের আক্রান্ত হওয়ার রিপোর্ট আসে।
সিভিল সার্জন একরাম উল্লাহ এসব বিষয় নিশ্চিত করেছেন। তিনি জানান আক্রান্তদের মধ্যে দুইজনকে ইতিমধ্যেই ব্রাহ্মণবাড়িয়ার বক্ষব্যধি হাসপাতালের আইসোলেশনে আনা হয়েছে। তিনজনকে বাঞ্ছারামপুরে আইসোলেশনে নেয়া
হয়েছে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com