ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে দুই পক্ষের মারামারিতে ফারিয়া নামের দুই মাসের এক শিশু মারা গেছে। আজ সোমবার সন্ধ্যায় উপজেলার গোকর্ণ ইউনিয়নের গোকর্ণ গ্রামে এই ঘটনা ঘটে। মারা যাওয়া শিশু বরিশালের বাকেরগঞ্জের শ্যামপুর গ্রামের রাজু মিয়ার মেয়ে।
খোঁজ নিয়ে জানা গেছে, গোকর্ণ গ্রামে বাড়িতে যাওয়ার রাস্তা নিয়ে জসিম মিয়ার সঙ্গে কাবির মিয়ার স্ত্রী জোসনা বেগমের কথা কাটাকাটি হয়। এরই জের ধরে জসিম মিয়ার লোকজন নিয়ে হামলা করে। জোসনা বেগম প্রাণে বাঁচতে তাঁর ভাই শাহজাহানের ঘরে যান। এ সময় শাহজাহান মিয়ার নাতিন তার স্ত্রীর কোলে ছিলেন। এ সময় আঘাতপ্রাপ্ত হয়ে শিশু ফারিয়া মারা যায়।
প্রবাসী রাজু মিয়ার স্ত্রী নাইমা বাবার বাড়ি নাসিরনগরেই থাকতেন। এ ঘটনায় আরো কয়েজন আহত হয়েছেন। রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
নাসিরনগর থানার ওসি মো. সাজেদুর রহমান রাত সোয়া ১০টার দিকে জানান, আঘাতপ্রাপ্ত হয়ে শিশুটি মারা যায় বলে প্রাথমিক তদন্তে নিশ্চিত হয়েছি। এ ঘটনায় লিখিত অভিযোগ দায়েরের প্রক্রিয়া চলছে। অভিযুক্তদেরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com