ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৩০

শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০১৯ | ৮:২৪ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৩০
akhauranews.com-brahmanbaria

ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে শামছু মিয়া (৭০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছে অন্তত ৩০ জন। আজ শনিবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের বোড্ডা গ্রামের লোকজনদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।


এই ঘটনায় উভয়পক্ষের আহত ১০ জনকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা হলেন- রবি রহমান (৫৫), এরশাদ মিয়া (৩৭), সায়েদুল মিয়া (২২), আলাল (৪০), আব্দুর রহিম (৬০), শেখ রাকিব (৪০), শেখ হোসেন (৪২), জাবেদ (৩৫), শরীফ (২০) ও বাবুল মিয়া (২০)। হতাহতরা সবাই বোড্ডা গ্রামের বাসিন্দা।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য নিয়ে বোড্ডা গ্রামের ইউপি সদস্য অলি আহাদ ও শামছু মিয়ার মধ্যে বিরোধ চলে আসছিল। এর জের ধরে আজ শনিবার সকাল সাড়ে ১০টায় আহাদ গ্রুপের লোকজন শামছু গ্রুপের লোকজনদের ওপর আক্রমণ করে। পরে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুই ঘণ্টা ধরে চলা এ সংঘর্ষে আহত হয়ে শামছু মিয়া ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।

সরাইল থানার অফিসার ইনচার্জ শাহাদৎ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!