ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন। আজ সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার হরষপুর ইউনিয়নের একতারপুর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে তাদের নাম জানা যায়নি।
পুলিশ ও স্থানীয়রা জানান, একতারপুর গ্রামের বাসিন্দা শাহ আলম মাস্টার ও হাশেম মেম্বারের লোকজনদের মধ্যে দীর্ঘদিন ধরে নানা বিষয় নিয়ে বিরোধ চলে আসছে। এ বিরোধের জেরে ইতোপূর্বে দুই পক্ষের সংঘর্ষও হয়েছে। সম্প্রতি ওই দুই পক্ষের মধ্যে বাড়ির সীমানা নিয়ে নতুন বিরোধ সৃষ্টি হয়। এর জের ধরে আজ সোমবার দুপুরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত ২৫ জন আহত হন।
বিজয়নগর থানার অফিসার ইনর্চাজ মো. আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই সংঘর্ষ থেমে গেছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com