দেশ ও জাতির শান্তি কামনার মধ্যে দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার তিতাস নদীর তীরে শালগাও কালিসীমা মাঠে আয়োজিত তিন দিনব্যাপী ইজতেমা শেষ হয়েছে।
শনিবার (০৬ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে ইজতেমা শেষ হয়। আখেরি মোনাজাত পরিচালনা করেন কাকরাইল মসজিদের মুরব্বি মাওলানা রবিউল করিম।
এসময় ইজতেমার ময়দান ও আশেপাশে বিভিন্ন স্কুলের মাঠে ও যাতায়তের সড়কে লাখো মুসল্লীর আমিন আমিন ধ্বনিতে তিতাস পাড়ের কয়েক কিলোমিটার এলাকা মুখরিত হয়ে উঠে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com