ব্রাহ্মণবাড়িয়ায় তিনতলা ভবন থেকে পড়ে জুনায়েদ (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন।
আজ বুধবার দুপুর একটার দিকে জেলা শহরের পুরাতন জেল রোডের একটি বেসরকারি ক্লিনিকে এ ঘটনা ঘটে। নিহত জুনায়েদ এসি মেরামতের মিস্ত্রি ছিলেন। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রাজঘর গ্রামে।
পুলিশ জানায়, দুপুরে পুরাতন জেল রোডস্থ লাইফ কেয়ার হাসপাতাল নামে একটি বেসরকারি ক্লিনিকের নষ্ট এসি মেরামত করতে যান জুনায়েদ। ক্লিনিকের বাইরে দিয়ে রশি টানিয়ে উপরে ওঠে এসির কমপ্রেসার খুলতে গেলে রশি ছিঁড়ে নিচে পড়ে যান জুনায়েদ। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ১নং ফাঁড়ির পরিদর্শক (ইন্সপেক্টর) উসমান গণি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com