ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়ায় ডাস্টবিন থেকে নবজাতক উদ্ধার

বুধবার, ০২ মে ২০১৮ | ১:৩৯ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় ডাস্টবিন থেকে নবজাতক উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ায় সদর হাসপাতালের ডাস্টবিন থেকে এক জীবন্ত ছেলে নবজাতককে উদ্ধার করা হয়েছে। আজ  বুধবার ভোরে সদর হাসপাতালের এ্যাম্বুলেন্স চালক মোঃ বাবু নবজাতকিটিকে উদ্ধার করে। পরে শিশুটিকে সদর হাসপাতালে চিকিৎসা দেয়।


শিশুটিকে হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। বর্তমানে শিশুটি উদ্ধারকারী বাবুর দায়িত্বে রয়েছে। তাদের পরিবার শিশুটিকে দত্তক নিতে চায়।


অ্যাম্বুলেন্স চালক বাবু জানান, রাতে হাসপাতাল থেকে বাড়ি ফেরার সময় কান্নার শব্দ শুনতে পান তিনি। এ সময় ডাস্টবিনের কাছে গিয়ে দেখতে পান নবজাতকটি পড়ে রয়েছে। পরে নবজাতকটিকে ডাস্টবিন থেকে তুলে নিয়ে হাসপাতালে ভর্তি করেন।

এদিকে, ঘটনার খবর সর্বত্র ছড়িয়ে পড়লে উৎসুখ জনতা শিশুটিকে দেখতে সদর হাসপাতালে ভীড় জমায়। শিশুটিকে দত্তক নেয়ার জন্য বেশকিছু পরিবার এগিয়ে এসেছে। দত্তক নেয়ার সংখ্যা বেড়ে যাওয়ায় সদর থানা পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!