ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়ায় ডাব পাড়াকে কেন্দ্র করে যুবক খুন

শনিবার, ১৮ মে ২০১৯ | ২:২৮ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় ডাব পাড়াকে কেন্দ্র করে যুবক খুন

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় গাছের ডাব পাড়াকে কেন্দ্র করে মাসুম মিয়া (২৪) নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে।


আজ শনিবার সকাল সাড়ে ৬টায় উপজেলার বাদৈর ইউনিয়নের হাতুরাবাড়ি গ্রামে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত মাসুম হাতুরাবাড়ি গ্রামের মামুন মিয়ার ছেলে।


ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার (কসবা-আখাউড়া সার্কেল) আব্দুল করিম বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে হাতুরাবাড়ি গ্রামের বাসিন্দা মাসুমের সঙ্গে একই গ্রামের ইয়াছিনের (১৮) পূর্ব বিরোধ চলছিল। আজ শনিবার সকালে মাসুম বাড়ির পাশের একটি ডাব গাছ থেকে ডাব পাড়লে এ নিয়ে ইয়াছিনের সঙ্গে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে ইয়াছিন ও তার সহযোগীরা ধারালো অস্ত্র দিয়ে মাসুমের গলার ডান পাশে আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে ঘটনার পরপরই ইয়াছিন ও তার সহযোগীরা পালিয়ে যাওয়ায় তাদেরকে আটক করা সম্ভব হয়নি। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!