ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়ায় টয়লেট থেকে গৃহবধূর অগ্নিদগ্ধ লাশ উদ্ধার

রবিবার, ১০ জুন ২০১৮ | ২:৩২ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় টয়লেট থেকে গৃহবধূর অগ্নিদগ্ধ লাশ উদ্ধার
প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় আগুনে পুড়ে সীমা রাণী গোপ (২৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুর সোয়া একটার দিকে উপজেলার অরুয়াইল ইউনিয়নের শোলাকান্দি গ্রামে বাবার বাড়ির টয়লেট থেকে সীমার অগ্নিদগ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।


সীমা ওই গ্রামের মতি লাল গোপের মেয়ে ও হবিগঞ্জের আজমেরীগঞ্জ উপজেলার নোয়াগাঁও গ্রামের নান্টু গোপের স্ত্রী।
সরাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজ উদ্দিন ভূঁইয়া বিয়ষটি নিশ্চিত করে বলেন, সীমার স্বজনদের কাছ থেকে জানতে পেরেছি দুপুরে সে টয়লেটের ভেতর ঢুকে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। বাইরে থেকে পোড়া গন্ধ পেয়ে টয়লেটের দরজা ভেঙে সীমার মরদেহ দেখতে পান স্বজনরা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। তবে কী কারণে সীমা গায়ে আগুন দিয়েছেন সেটি এখনও নিশ্চিত করে জানা যায়নি।


-জাগোনিউজ

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!