ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন দুর্ঘটনা। ৭ বগি লাইনচ্যুত

রবিবার, ০১ জুলাই ২০১৮ | ১২:১৬ পূর্বাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন দুর্ঘটনা। ৭ বগি লাইনচ্যুত

ব্রাহ্মণবাড়িয়ায় আজ শনিবার রাত ১১টায় চট্টগ্রাম-ঢাকাগামী একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে দুর্ঘটনায় পতিত হয়েছে। এতে ঢাকায় চলাচলের রেললাইনে ট্রেন চলাচল বন্ধ।


আখাউড়া রেলওয়ে ট্রাফিক বিভাগ জানায়, চট্টগ্রাম-ঢাকাগামী একটি মালবাহী ট্রেন ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে প্রবেশের সময় দ্রুত চলন্ত অবস্থায় হঠাৎ বিকট শব্দে ট্রেনটির ৭ বগি লাইনচ্যুত হয়ে দুর্ঘটনায় পতিত হয়। এতে ঢাকায় যোগযোগের মেইন লাইনটি বন্ধ হয়ে পড়েছে। দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি বলেও ট্রাফিক বিভাগ জানিয়েছেন।


এদিকে খবর পেয়ে আখাউড়া রিলিফ ট্রেন দুর্ঘটনা কবলিত ট্রেন উদ্ধার করতে ব্রাহ্মণবাড়িয়ার ঘটনাস্থলে রওয়ানা হয়েছে বলে আখাউড়া রেলওয়ে প্রকৌশল বিভাগ জানিয়েছেন।

তারা আরো জানান, ঢাকায় যোগাযোগের মেইন লাইন বন্ধ থাকলেও বিকল্প লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা চলছে। তবে ট্রেন চলাচল সামুয়িক ভাবে ব্যহত হতে পারে বলেও তারা জানিয়েছেন।

রেলওয়ের অপর একটি সূত্র জানায়, বিকল্প লাইনে রিলিফ ট্রেন কাজ করার সময় দুই লাইন বন্ধ থাকবে। এতে থেমে থেমে বিলম্বে ট্রেন চলাচল করবে।

এ ব্যাপারে আখাউড়া রেলওয়ে লোকসেড ইনচার্জ প্রকৌশলী মো: দেলোয়ার হোসেন জানান, দুর্ঘটনা কবলিত ট্রেনের বগি উদ্ধার করতে আখাউড়া রিলিফ ট্রেন ব্রাহ্মণবাড়িয়ার পথে আছে।

তিনি আরো বলেছেন, দুর্ঘটনার কারণে ঢাকায় চলাচলের লাইনটি বন্ধ থাকলেও বিকল্প লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হবে।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!