ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার জারুলতলা নামক স্থানে ট্রেনে কাটা পড়ে ফরিদ মিয়া (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। আজ রোববার বিকাল ৩টায় ঢাকা-সিলেটগামী আন্ত:নগর জয়েন্তিকা এক্সপ্রেসে ট্রেনের চাকায় পিষ্ট হয়ে দুই টুকরো হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। নিহত ফরিদ আখাউড়া উপজেলার দক্ষিণ ইউনিয়নের হীরাপুর গ্রামের শুক্কুর আলীর পুত্র।
স্থানীয় ইউপি মেম্বার বশির মিয়া জানায়, নিহত ফরিদ শারিরিক ভাবে প্রতিবন্ধী ছিল। দীর্ঘদিন ধরে তার শ্বশুর বাড়ি সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের পাইকপাড়া গ্রামে বসবাস করছিল। আজ বিকাল ৩টায় অসাবধানতায় জারুলতলা রেলগেইট বরাবর দ্রুতগামী জয়েন্তিকা এক্সপ্রেসের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হয় ফরিদ মিয়া ।
আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনর্চাজ শ্যামল কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়, লাশ উদ্ধার করতে ঘটনাস্থলে পুলিশ যাওয়ার আগেই তার আত্মীয় স্বজনরা লাশ নিয়েগেছে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com