আজ বৃহস্প্রতিবার ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের নিচে কাটা পড়ে ৩০ বছয় বয়সী পরিচয়হীন এক যুবকের মৃত্যু হয়েছে। বিকালে পুনিয়াউট রেলক্রসিং এলাকায় এই ঘটনা ঘটে।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন পুলিশ ফাড়ির ইনচার্জ এস আই ছানাউল্লাহ জানিয়েছেন, চট্টগ্রাম-ঢাকাগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকার উদ্দেশ্যে ছাড়ার পর পুনিয়াউট রেলক্রসিং এলাকায় ট্রেনটির নিচে কাটা পড়ে এই যুবক। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। তবে পুলিশ নিহত যুবকের নাম পরিচয় খোজে পাওয়া যায়নি বলেও জানান।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com