ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের সোনারামপুর এলাকায় গতকাল মঙ্গলবার বিকেলে কাজ শেষে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় মোহাম্মদ ইব্রাহিম নামে এক চাতাল শ্রমিক নিহত হয়েছেন। তিনি সিএনজিচালিত অটোরিকশার যাত্রী ছিলেন।
উপজেলার মৈশাইর গ্রামের নায়ের আলীর ছেলে ইব্রাহিম মায়ের দোয়া অটো রাইসমিলের শ্রমিক হিসেবে কমর্রত ছিলেন। এ সময় মৈশাইর গ্রামের অটোরিকশার অপর যাত্রী কাদির মিয়ার ছেলে আব্বাস মিয়া আহত হন। আহত আব্বাসকে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
আরও পড়ুন: আখাউড়ার কৃতি সন্তান কবি ও সাংবাদিক মাশুক চৌধুরী আর নেই, সাংবাদিকদের শোক প্রকাশ
খাটিহাতা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, আশুগঞ্জ থেকে যাওয়া ধানবোঝাই একটি ট্রাক পেছন দিক থেকে ধাক্কা দিলে অটোরিকশা থেকে ছিটকে পড়েন ইব্রাহিম ও আব্বাস। এ সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ইব্রাহিম ঘটনাস্থলেই মারা যান।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধভাবে মাটি তোলায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com