ব্রাহ্মণবাড়িয়ায় চেয়ারে বসিয়ে এক হাজার পরিবারকে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে খাদ্য সহায়তা দেয়া হয়েছে। আজ রবিবার সকালে জেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়াজ মুহম্মদ স্টেডিয়ামে তাঁদের হাতে খাদ্য সহায়তা তুলে দেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য র. আ. ম উবায়দুর মোকতাদির চৌধুরী।
জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁনের সভাপতিত্বে ত্রান বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আল-মামুন সরকার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ বড়ুয়া ।
খাদ্য সহায়তার মধ্যে ছিলো চাল ১০ কেজি, তেল এক লিটার, চিনি এক কেজি ও এক প্যাকেট সেমাই।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com