ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের এমপি উবাইদুল মোক্তাদির চৌধুরী বলেছেন,

ব্রাহ্মণবাড়িয়ায় চাল চুরি, রিলিফ চুরি, রেশন চুরির ক্ষেত্রে আমাদেরকে সর্তক থাকতে হবে

রবিবার, ০৩ মে ২০২০ | ৭:২০ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় চাল চুরি, রিলিফ চুরি, রেশন চুরির ক্ষেত্রে আমাদেরকে সর্তক থাকতে হবে

ব্রাহ্মণবাড়িয়ায় জেলা করোনা ভাইরাস নিয়ন্ত্রন ও প্রতিরোধ সংক্রান্ত কমিটির জরুরি সভা আজ রবিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সরকারি যেসব সহায়তা দেয়া হচ্ছে সেগুলো চুরি ঠেকাতে সতর্ক থাকার আহবান জানিয়েছেন  প্রধান অতিথি ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য উবাইদুল মোকতাদির চৌধুরী


প্রধান অতিথি বক্তব্যে মোকতাদির চৌধুরী এমপি আরো বলেন, করোনার বর্তমান প্রেক্ষাপট তুলে ধরে বলেন, ‘চাল চুরি, রিলিফ চুরি, রেশন চুরির ক্ষেত্রে আমাদেরকে সর্তক থাকতে হবে। যাদেরকে ত্রাণ দেয়া হবে তারা যেন সঠিক লোক হয় সেটা নিশ্চিত করতে হবে। চুরির জন্য যদি জনপ্রতিনিধি হন কিংবা আমাদের দলীয় লোক অভিযুক্ত হন, আমরা কাউকে ছাড় দেব না।’


জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান, সিভিল সার্জন ডা. মোহাম্মদ একরাম উল্লাহ, পৌরসভা মেয়র নায়ার কবির, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. রবিউল হক মজুমদার, জেলা খাদ্য নিয়ন্ত্রক সুবীর নাথ চৌধুরী, জেলা ত্রান ও পুর্ণবাসন কর্মকর্তা মো. জাকির হোসেন।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!