ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়ায় গাড়ি চালক ও যাত্রীদের হাতে ইফতার তুলে দিচ্ছেন ‘ব্লাড ফর আশুগঞ্জ’

বুধবার, ০৬ মে ২০২০ | ৫:২৭ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় গাড়ি চালক ও যাত্রীদের হাতে ইফতার তুলে দিচ্ছেন ‘ব্লাড ফর আশুগঞ্জ’

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মহাসড়কে দাঁড়িয়ে থেকে যানবাহন চালক ও যাত্রীদের হাতে ইফতার তুলে দিচ্ছে ‘ব্লাড ফর আশুগঞ্জ’ নামে একটি সংগঠন। প্রতিদিন ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জের টোলপ্লাজার সামনে দাঁড়িয়ের দুই শতাধিক রোজাদারের হাতে ওই সংগঠনের পক্ষে ইফতার তুলে দেয়া হয়।


‘ব্লাড ফর আশুগঞ্জ’ নামে সংগঠনটি মূলত স্বেচ্ছায় রক্ত দেয়ার কাজ করে প্রায় দুই বছর ধরে। করোনা পরিস্থিতিতে রমজানের শুরু থেকেই তাঁরা ইফতার বিতরণের কাজটি করছে। এছাড়া শুরুতে আশুগঞ্জ রেলওয়ে স্টেশনে থাকা ভবঘুরে ও ছিন্নমূল মানুষদের জন্য খাবারের ব্যবস্থা করা, বিভিন্ন এলাকায় জীবানুনাশক ছিটানোর কাজ করা হয় তাঁদের পক্ষ থেকে। তাঁদের এই উদ্যোগ এলাকায় বেশ প্রশংসাও কুঁড়িয়েছে।


‘ব্লাড ফর আশুগঞ্জ’ সংগঠনের প্রধান সমন্বয়ক হাসান ইমরান জানান, লকডাউনের কারণে দোকানপাট বন্ধ থাকায় চলার পথে থাকা মানুষগুলো চাইলেও রোজা রেখে ইফতার করার জন্য কিছু কিনতে পারছেন না। তাঁদের কথা ভেবেই এ উদ্যোগ নেয়া হয়েছে।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!