চালককে মারধর করার জেরে তিন ঘণ্টা আটকে থাকার পর সিলেটের উদ্দেশ্যে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন ছেড়েছে আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনটি। আজ বৃহস্পতিবার বিকেলে সাড়ে পাঁচটার দিকে ট্রেনটি গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন মাস্টার কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুরে ঢাকা রেলওয়ে স্টেশন থেকে ট্রেনটি ছেড়ে এসে বিবানবন্দর রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি দেয়। এ সময় ব্রাহ্মণবাড়িয়ার কয়েকজন যুবক ইঞ্জিনে ওঠতে চাইলে চালক বাধা দেন। এতে ক্ষীপ্ত হয়ে দুপুর সাড়ে তিনটার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে ট্রেন যাত্রাবিরতি দিলে তারা চালক আলিম হোসেনকে মারধর করে। পরে তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনার প্রতিবাদে ট্রেনের প্রধান চালক ট্রেন চালাতে অপারগতা প্রকাশ করেন। পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপে ঘটনার সুষ্ঠু বিচারের আশ্বাসে বিকেল সাড়ে পাঁচটার দিকে ট্রেনটি গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সানাউল ইসলাম জানান, হামলাকারী যুবকদের চিহ্নিত করে তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com