ব্রাহ্মণবাড়িয়ায় ঘুড়ি উড়ানো নিষিদ্ধ করা হয়েছে। আজ সোমবার এক গণবিজ্ঞপ্তিতে জেলা ম্যাজিস্ট্রেট তথা জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন এ নিষেধাজ্ঞা জারি করেন। ঘুড়ির সুতায় দুর্ঘটনাসহ আইন শৃংখলা পরিস্থিতির অবনতিতে জনস্বার্থে এ আদেশ জারি করা হয় বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, করোনা পরিস্থিতিতে ব্রাহ্মণবাড়িয়ায় ঘুড়ি উড়ানো দিনকে দিন বেড়ে গেছে। বিশেষ করে জন চলাচলের স্থানে ঘুড়ি উড়ানোর কারণে বেশ কয়েকটি দুর্ঘটনাও ঘটেছে। পৌর এলাকার টিএ রোডের ফ্লাইওভারে ঘুড়ির সুতোয় এক যুবকের মুখমন্ডলে শতাধিক সেলাই লাগে। আরেক যুবকের গলা কেটে যায়। অনেকে এটাকে ছিনতাইকারির কাজ বলেও অভিযোগ করেন। এ অবস্থায় বিষয়টি শঙ্কার হয়ে দাঁড়ায়।
আজ সোমবার জেলা ম্যাজিস্ট্রেটের গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ঘুড়ির সুতোয় ইতিমধ্যেই কয়েকটি দুর্ঘটনা ঘটেছে। পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে প্রতিযোগিতার আয়োজনের কথাও শুনা যাচ্ছে। এমতাবস্থায় জনচলালের স্থান ও
রাস্তার পাশে ঘুড়ি উড়ানো নিষিদ্ধ করা হলো। অনুমতি ছাড়া ঘুড়ি উড়ানো প্রতিযোগিতাও নিষিদ্ধ করা হয়।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com