রহসজনক গ্যাসের বিষক্রিয়ায় ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার বাসুদেব বহুমখী উচ্চ বিদ্যালয়ের চার ছাত্রী অচেতন হয়ে পড়েছে।
আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ওই বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। অচেতন স্কুলছাত্রীদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।
অসুস্থ ছাত্রীরা হলো- অষ্টম শ্রেণির ছাত্রী কামরুন নাজার রিমি (১৩), নুসরাত হায়দার জয়া (১৩) তনিমা আহমেদ (১৪) শাহীনুর আক্তার (১৪)।
বাসুদেব বহমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম কামাল উদ্দিন জানান, সকালে অষ্টম শ্রেণিকক্ষে কয়েকজন ছাত্রী অচেতন হয়ে পড়লে শিক্ষকরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে। অন্য ছাত্রীরা আতর জাতীয় কোনো কিছুর গন্ধ পাওয়ার কথা বললেও আমরা সেখানে সে ধরনের কোনো কিছুই পাইনি।
অসুস্থ ছাত্রীদের জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানান প্রধান শিক্ষক।
এ বিষয়ে জেলা সদর হাসপাতালের কতর্ব্যরত চিকিৎসক ডা. এবিএম মুসা চৌধুরী বলেন, আমারা তাদেরকে পর্যবেক্ষণে রেখেছি। প্রাথমিকভাবে কোনো ধরনের গ্যাসের প্রভাবের লক্ষণ পাওয়া যায়নি।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবীর হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
-বাংলানিউজ
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com