খাদ্য অফিসের চতুর্থ শ্রেণির কর্মচারী হিসেবে অবসরে যাওয়া ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের হাজী আব্দুর রহমান সরকারি ত্রাণ তহবিলে এক লাখ টাকা তুলে দিয়েছেন। পেনশনের টাকা দিয়ে হজ করার পর রেখে দেওয়া বাকিগুলো দিয়ে বাড়ি বানানোর চিন্তা করেছিলেন তিনি। অসহায়দের পাশে দাঁড়ানোর চিন্তা থেকে তিনি সেই টাকা থেকে কিছু ত্রাণ তহবিলে দিলেন।
গত বৃহস্পতিবার দুপুরে আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে নির্বাহী কর্মকর্তা মো. নাজিমুল হায়দারের কাছে তিনি এই টাকা তুলে দেন। হাজি মো. আব্দুর রহমান জানান, খাদ্য অফিসের চতুর্থ শ্রেণির কর্মচারী হিসেবে ২০১৭ সালে তিনি অবসরে যান। পরে পেনশনের টাকা দিয়ে হজ পালন করে আসেন। কিছু টাকা রেখে দিয়েছিলেন বাড়ি নির্মাণের আশায়। করোনা পরিস্থিতিতে অসহায় ও কর্মহীন মানুষের সহায়তার জন্য তিনি ওই টাকা থেকে সরকারি ফান্ডে সহায়তা করেছেন।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com