ব্রাহ্মণবাড়িয়ায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে ৪ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছে ৭৭ জন। আজ বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন কার্যালয় সূত্রে এই তথ্য জানাগেছে।
ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানাগেছে, করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে আজ বৃহস্প্রতিবার ৪ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে সরাইল, কসবা, নাসিরনগর ও নবীনগর উপজেলায় একজন করে চারজন।
এদিকে আজ বৃহস্পতিবার প্রাপ্ত ৪০৬টি রিপোর্টের প্রাপ্ত ফলাফলে ৭৭ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় ৪০ জন, নবীনগর ৩ জন, আশুগঞ্জ ১৫ জন, কসবা ৭ জন, সরাইল ৬ জন, বিজয়নগর ৩ জন, নাসিরনগর ১ জন ও বাঞ্চারামপুর ২ জন।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com