ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়ায় করোনা ভাইরাসে স্বাস্থ্যকর্মীর মৃত্যু

বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২০ | ২:০৭ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় করোনা ভাইরাসে স্বাস্থ্যকর্মীর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে জহিরুল ইসলাম (৪৩) নামে এক নার্সের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় ঢাকার মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। জহিরুল ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স ছিলেন। তার বাড়ি কুমিল্লা জেলার তিতাস থানার নাগেরচর গ্রামে।


বাঞ্ছপরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, করোনাভাইরাসের উপসর্গ নিয়ে গত ১৭ জুন বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দেন জহিরুল ইসলাম। নমুনা দেয়ার পর তিনি বাঞ্ছারামপুরে নিজ বাসায় আইসোলেশনে ছিলেন। কিন্তু হঠাৎ করে শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় ২০ জুন রাতে তাকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এরপর ২৭ জুন তার করেনাভাইরাস পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে।


আরও পড়ুন: আখাউড়ায় মধ্যরাতে মুমূর্ষু রোগীকে রক্ত দিয়ে জীবন বাঁচালেন মেয়র

বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আল মামুন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে জহিরুলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!