ব্রাহ্মণবাড়িয়ায় করোনা ভাইরাসের দাপট বাড়ছে। চরম অবনতির দিকে যাচ্ছে করোনা পরিস্থিতি। গত তিনদিনে জেলায় আক্রান্ত হয়েছে ৮৫ জন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে জেলা সদরের আব্দুর রহমান ও আখাউড়া পৌর শহরের আতাউর রহমান সেলিম নামে দুইজনের মৃত্যু হয়েছে। বর্তমানে ব্রাহ্মণবাড়িয়ায় জেলায় আক্রান্তের পরিমান বেড়ে দাড়িয়েছে ২০৬ জনে।
ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন কার্যলয়ে কর্মরত ডা: সানজিদা আক্তার জানায়, আজ শুক্রবার সকাল পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ায় ৪ হাজার ৯৯৬টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ৪ হাজার ৮১টির ফলাফলে ব্রাহ্মণবাড়িয়া জেলায় মোট করোনা আক্রান্তের পরিমান দাড়িয়েছে ২০৬ জনে। এসব রোগীর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া আইসোলেশনে ১২৫ জন, ঢাকা আইসোলেশনে ৩ জন, কুমিল্লা আইসোলেশনে ২ জন, ফেনি আইসোলেশনে ১ জন রয়েছে। জেলায় সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ৭২ জন।
আরও পড়ুন: আখাউড়ায় আইসোলেশন ও লকডাউনকৃত পরিবারে প্রশাসনের বিভিন্ন খাদ্য সহায়তা
তিনি আরো জানান, ২০৬ আক্রান্তের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া সদরে ৬৫ জন, আখাউড়া ২০ জন, বিজয়নগর ১৩ জন, নাসিরনগর ১৮ জন, বাঞ্চারামপুর ১১ জন, নবীনগর ৪৬ জন. সরাইল ৮ জন, আশুগঞ্জ ৬ জন ও কসবা ১৯ জন আক্রান্ত হয়েছে।
তিনি আরো বলেন, বর্তমানে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে ৮৭৯ জন এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রয়েছে ৯০ জন।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় বিপুল পরিমান মাদকসহ ৪ শীর্ষ মাদক ব্যবসায়ি গ্রেপ্তার
আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা: শ্যামল চন্দ্র ভৌমিক জানান, স্বাস্থ্য সুরক্ষায় জনগণকে আরো সচেতন হতে হবে। স্বাস্থবিধি মেনে চলতে হবে, ঘরে-বাইরে সামাজিক দুরত্ব মেনে চলতে হবে অন্যথায় করোনা পরিস্থিতির উন্নতি হবে না।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com