ব্রাহ্মণবাড়িয়ায় করোনা ভাইরাস বিস্তার প্রতিরোধে গতকাল রোববার দিনব্যাপী আখাউড়া উপজেলাসহ জেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। করোনা প্রতিরোধ আইন অমান্য করায় জেলার ৯ উপজেলায় ৭৫ জনকে ১ লাখ ২৯ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন সূত্রে জানাগেছে, গতকাল রোববার দিনব্যাপী করোনা ভাইরাসের বিস্তার প্রতিরোধে গৃহীত সীদ্ধান্তসমূহের বাস্তবায়নে ব্রাহ্মণবাড়িয়া শহর ও আখাউড়া উপজেলাসহ জেলার ৯ উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা ও উপজেলায় কর্মরত নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।
সেনাবাহিনী ও পুলিশের সহযোগীতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় সরকারী নির্দেশনাবলী ভঙ্গ করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা, বিনা কারণে বাইরে ঘুরে বেড়ানো এবং সামাজিক দুরত্ব না মেনে গণজমায়েত করার অপরাধে ৭৫ জন ব্যক্তিকে ১ লাখ ২৯ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়। এই ৭৫ জনের মধ্যে ১৫ জনকে আখাউড়া গাজির বাজার, তারাগন, খলাপড়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। আখাউড়া থানা পুলিশের সহযোগীতায় আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাহমিনা আক্তার রেইনা এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় আখাউড়া থানার অফিসার ইনর্চাজ রসুল আহমদ নিজামীসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা জানায়, আখাউড়া উপজেলা প্রশাসনসহ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের এই অভিযান অব্যহত থাকবে। তিনি করোনা আইন মেনে চলতে সবার প্রতি আহবান জানিয়েছেন।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com