ব্রাহ্মণবাড়িয়ায় করোনা ভাইরাস বিস্তার প্রতিরোধে আজ শুক্রবার দিনব্যাপী জেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। করোনা প্রতিরোধ আইন অমান্য করায় জেলার ৯ উপজেলায় ৬০জনকে ১ লাখ ১৫ হাজার ৬০০ টাকা জরিমানা করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন সূত্রে জানাগেছে, আজ শুক্রবার দিনব্যাপী করোনা ভাইরাসের বিস্তার প্রতিরোধে গৃহীত সীদ্ধান্তসমূহের বাস্তবায়নে ব্রাহ্মণবাড়িয়া শহরসহ জেলার ৯ উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলায় কর্মরত নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।
সেনাবাহিনী ও পুলিশের সহযোগীতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় সরকারী নির্দেশনাবলী ভঙ্গ করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা, বিনা কারণে বাইরে ঘুরে বেড়ানো এবং সামাজিক দুরত্ব না মেনে গণজমায়েত করার অপরাধে ৬০ জন ব্যক্তিকে ১ লাখ ১৫ হাজার ৬০০ টাকা জরিমানা করা হয়।
জেলা প্রশাসনের এই অভিযান অব্যহত থাকবে বলে জেলা প্রশাসনসূত্রে জানাগেছে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com