ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়ায় করোনায় আরও ২ জনের মৃত্যু। নতুন আক্রান্ত ৩৯ জন

সোমবার, ১২ জুলাই ২০২১ | ৯:৫৫ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় করোনায় আরও ২ জনের মৃত্যু। নতুন আক্রান্ত ৩৯ জন
প্রতীকী ছবি

গত ২৪ ঘন্টায় ব্রাহ্মণবাড়িয়া জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছে ৩৯ জন। আজ সোমবার সিভিল সার্জন কার্যালয়ের ফেসবুক পেইজে প্রকাশিত খবরে এই তথ্য জানাগেছে।
সিভিল সার্জন অফিস জানায়, গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্তদের মধ্যে আরও ২ জনের মৃত্যু হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ৬৪ বছর বয়সী এক নারী এবং নবীনগরে ৮৫ বছর বয়সী এক পুরুষের মৃত্যু হয়েছে। এ নিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ৭৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৭৫টি নমুনা রিপোর্টের প্রাপ্ত ফলাফলে নতুন করে আজ ৩৯ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় ৪ হাজার ৯২৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে স্বাস্থবিধি মেনে চলতে সকলের প্রতি আহবান জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন।



আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!