ব্রাহ্মণবাড়িয়ায় করোনার উপসর্গ নিয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার আড়াইসিধা গ্রামের আবু তাহের (৪০) নামে এক ব্যক্তি করোনার উপসর্গ নিয়ে মারা গেছে।
জানাগেছে, শনিবার দুপুর থেকে তার জ্বর, শর্দি ও কাশি ছিল। পরে আজ রোববার সকালে তার মৃত্যু হয়। মৃত্যুর খবর পেয়ে আশুগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের একটি টিম এই ব্যক্তির নমুনা সংগ্রহ করেছে।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় করোনার উপসর্গ নিয়ে চিকিৎসকের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন ডা: একরামুল্লাহ জানিয়েছেন, ব্রাহ্মণবাড়িয়া জেলায় করোনা আক্রান্ত রোগীর পরিমান ৫৩৩ জন এবং করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৬ জনের।
উল্লেখ্য, আজ রোববার ভোর ৫টায় শাহনোয়াজ নামে একজন দন্ত চিকিৎসক ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে মারা যায়।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com