ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়ায় করোনার উপর্সগ নিয়ে এক ব্যক্তির মৃত্যু

শুক্রবার, ০৫ জুন ২০২০ | ৫:৩৬ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় করোনার উপর্সগ নিয়ে এক ব্যক্তির মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় করোনার উপর্সগ নিয়ে আবু বক্কর (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আাজ শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিরামপুর গ্রামের নিজ বাড়িতে তার মৃত্যু হয়। দুপুরে যথাযথ নিয়ে মেনে তার লাশ দাফন করা হয়। এ ঘটনায় ওই গ্রামের চারটি পরিবারকে লকডাউন করা হয়েছে।


খোঁজ নিয়ে জানা গেছে, আবু বক্কর কয়েকদিন ধরে করোনার উপসর্গ জ্বর-সর্দি, কাশি ও শ্বাসকষ্ট জনিত সমস্যায় ভুগছিলেন। আজ শুক্রবার সকালে অবস্থার অবনতি হয়ে নিজ বাড়িতেই তার মৃত্যু হয়। স্থানীয় লোকজন বিষয়টি সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং সদর উপজেলা প্রশাসনকে জানান।


আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় করোনা ভাইরাসের দাপট, তিনদিনে আক্রান্ত ৮৫ জন

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ বড়ুয়া ও সহকারী কমিশনার (ভূমি) এ বি এম মশিউজ্জামান উপসর্গ নিয়ে ওই ব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তারা জানান, বিশেষ ব্যবস্থায় লাশ দাফনের পর ওই নিহতের পরিবারসহ চারটি পরিবারকে লকডাউন ঘোষণা করা হয়েছে।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!