ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়ায় করোনার উপসর্গ নিয়ে যুব উন্নয়ন কর্মকর্তার মৃত্যু

সোমবার, ১৮ মে ২০২০ | ৭:১২ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় করোনার উপসর্গ নিয়ে যুব উন্নয়ন কর্মকর্তার মৃত্যু

করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা আবু আবেদ মো. আইয়ুব আজ  সোমবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাঁর বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার
বাঞ্ছারামপুর উপজেলায়। তবে  তিনি পরিবারের সঙ্গে ঢাকার রামপুরা এলাকায় বসবাস করতেন।


আশুগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রফিকুল ইসলাম মিয়াজী বিষয়টি নিশ্চিত করে জানান,  গত ১৬ মে সন্ধ্যায় জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন আবেদ। আজ সোমবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। তবে তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন কী না সেটি  মঙ্গলবার জানা যাবে।


আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজিমুল হায়দার জানান, গত মার্চ মাসেই ছুটিতে তিনি ঢাকায় চলে যান। দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ ছিলেন। আজ সোমবার তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!