আজ শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে রমজান মিয়া (৩০) নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আশুগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের তাজপুর গ্রামের একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত রমজান এই গ্রামের মৃত জজ মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি রমজান। পরে সব জায়গায় খোঁজ করেও তার সন্ধান মেলেনি। আজ শনিবার দুপুরে বাড়ির পাশের একটি ডোবায় রমজানের গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
আশুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মাসুদ আলম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রমজানকে গলা কেটে হত্যার পর ডোবায় ফেলে যায় দুর্বৃত্তরা।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com