আজ ব্রাহ্মণবাড়িয়ায় হাসিবুল হোসেন নামে (৫০) এক ভুয়া পুলিশ সদস্যকে আটক করেছে পুলিশ।
রাত ৮টার দিকে শহরের টিএ রোড এলাকার সামনে থেকে তাকে আটক করা হয়। আটক হাসিবুল জেলার কসবা উপজেলার গোপীনাথ গ্রামের মৃত আনু সরদারের ছেলে।
ব্রাহ্মণবাড়িয়ার সদর থানার পরিদর্শক (ওসি) তদন্ত জিয়াউল হক জানান, প্রতারক হাসিবুল দীর্ঘদিন ধরে শহরের বিভিন্ন দোকান থেকে সদর থানার পুলিশ অফিসার পরিচয় দিয়ে সাধারণ মানুষ এবং বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে টাকা ও বিভিন্ন জিনিসপত্র নিয়ে যেতেন। আজ রাতে একইভাবে তিনি যখন পুলিশ পরিচয় দিয়ে ক্ষুদে ফল ব্যবসায়ী নির্মলের কাছ থেকে দুই কেজি আনার চান, তখন বিষয়টি সন্দেহ হলে পুলিশকে খবর দেওয়া হয়। এসময় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে থানা নিয়ে আসে।
তিনি আরো জানান, একাধিক ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com