ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়ায় এক ব্যক্তির পচন ধরা লাশ উদ্ধার

মঙ্গলবার, ৩০ জুন ২০২০ | ১১:৫১ পূর্বাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় এক ব্যক্তির পচন ধরা লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা থেকে জজ মিয়া (৩৮) নামে এক ব্যক্তির পচন ধরা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (৩০ জুন) সকাল নয়টার দিকে উপজেলার সিঙ্গারবিল বাজার মার্কেটের একটি দোকানঘর থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত জজ মিয়া স্থানীয় উথারিয়াপাড়ার গিয়াস উদ্দিনের ছেলে।


পুলিশ জানিয়েছে, আজ মঙ্গলবার সকালে বাজারের একটি মার্কেটের দ্বিতীয় তলার একটি দোকনঘর থেকে রক্ত বের হতে দেখে বাজার কমিটির নেতারা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দোকানঘর থেকে জজ মিয়ার পচন ধরা লাশ উদ্ধার করে। গত এক বছর ধরে জজ মিয়া বাড়িতে না গিয়ে ওই দোকানঘরেই থাকতেন।


আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় প্রেম করায় মেয়েকে খুন করলেন বাবা

নিহতের পরিবারের বরাত দিয়ে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান জানান, জজ মিয়া হতাশাগ্রস্ত ছিলেন। ধারণা করা হচ্ছে হতাশা থেকেই তিনি আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্ত প্রতিবেদন না পাওয়া পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ জানা যাবে না।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!