ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় নিখোঁজের পাঁচদিন পর শানু মিয়া (৬৭) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে উপজেলার বিটঘর ইউনিয়নের বিটঘর গ্রামে ঈদগাহ মাঠের পাশে একটি ধইঞ্চাখেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নবীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম সিকদার বলেন, গত ১ সেপ্টেম্বর শানু মিয়া বাড়ি থেকে নিখোঁজ হন বলে তার পরিবারের লোকজন থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। আজ বৃহস্পতিবার বিকেলে বিটঘর গ্রামের ঈদগাহ মাঠ সংলগ্ন একটি ধইঞ্চাখেতে বৃদ্ধের মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে।
ওসি আরও জানান, নিহতের মরদেহ পচে যাওয়ায় আঘাতের চিহ্ন আছে কিনা বুঝা যাচ্ছে না। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com