ব্রাহ্মণবাড়িয়ায় নতুন করে আরো ৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলায় করোনা আক্রান্তের পরিমান বেড়ে দাড়িয়েছে ২৫১ জনে। আজ রোববার বিকালে ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন কার্যালয়ে কর্মরত ডা: সানিজদা আক্তার এ তথ্য জানিয়েছেন।
তিনি আরো জানান, আজ রোববার ব্রাহ্মণবাড়িয়ায় প্রাপ্ত ৫২টি রিপোর্টের মধ্যে নবীনগর উপজেলায় ৮ জনের পজিটিভ এসেছে। এ নিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলায় করোনা ভাইরাসে মোট ২৫১ জন আক্রান্ত হয়েছেন।
আরও পড়ুন: আখাউড়ায় করোনা পরিস্থিতিতে চাপ প্রয়োগ করে কিস্তি আদায়ের অভিযোগ
তিনি জানান, ব্রাহ্মণবাড়িয়ায় অদ্যাবধি ৫ হাজার ২০০ নমুনা সংগ্রহ করা হয়েছে। রিপোর্ট এসেছে ৪ হাজার ৩২১ জনের। এর মধ্যে আক্রান্ত হয়েছেন ২৫১ জন। মৃত্যু হয়েছে ৪ জনের। বর্তমানে আইসোলেশনে রয়েছেন ১৬৭ জন করোনা আক্রান্ত রোগী। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়ায় ১৬০ জন, ঢাকায় ৪ জন, কুমিল্লায় ২ জন ও ফেনিতে ১ জন।
করোনা আক্রান্ত ২৫১ জনের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া সদরে ৭০, আখাউড়া ২০, বিজয়নগর ১৪, নাসিরনগর ১৯, বাঞ্চারামপুর ১১, নবীনগর ৭৩, সরাইল ১১, আশুগহ্জ ৭, কসবা ২৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় টর্নেডোতে ক্ষতিগ্রস্থদের মধ্যে সরকারি সহায়তা শুরু হয়েছে
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com