ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়ায় আরো ৭ জন করোনায় আক্রান্ত, কসবায় প্রথম করোনা রোগী শনাক্ত

শনিবার, ১৬ মে ২০২০ | ৬:৪০ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় আরো ৭ জন করোনায় আক্রান্ত,  কসবায় প্রথম করোনা রোগী শনাক্ত

ব্রাহ্মণবাড়িয়ায় আরো ৭ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজ শনিবার সর্বশেষ পাওয়া ফলাফলে জেলার নবীনগরে তিনজন, সদর ও বিজয়নগরে একজন আক্রান্ত হয়েছেন। বাকি আরেকজনের বিষয়ে পরে নিশ্চিত করবেন বলে সিভিল সার্জন কার্যালয়ে দায়িত্বরত ডা. সানজিদা জানিয়েছেন।


তিনি আরো জানান এ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় করোনা আক্রান্ত রোগীর পরিমান ৭০ জনে দাড়িয়েছে। সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ৪৩ জন।


এদিকে আজ কসবা উপজেলায় প্রথমবারের মতো করোনা রোগী সনাক্ত হলো। কসবার এক নারীর করোনা নমুনার ফলাফল পজেটিভ এসেছে। আজ শনিবার বিকেলে ওই নারীর ফলাফল পাওয়া যায়।

সংশ্লিষ্টদের সূত্র দিয়ে কসবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মনির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ওই নারীর বাড়ি উপজেলার পশ্চিম ইউনিয়নের কালিয়ারা গ্রামে। তবে তিনি কিভাবে আক্রান্ত
হয়েছেন সে বিষয়টি নিশ্চিত হওয়া যায় নি।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!