আজ রবিবার ব্রাহ্মণবাড়িয়ায় আসা ফলাফলে আরো ৮ জনের করোনা পজেটিভি পাওয়া গেছে। এ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় আক্রান্ত ‘সেঞ্চুরিতে’ পৌঁছল। এর আগে একদিনে সর্বোচ্চ ১৮ জন আক্রান্তের ঘটনা ঘটে।
সর্বশেষ আসা ফলাফল অনুযায়ি, সদর উপজেলায় দুইজন, আশুগঞ্জে দুইজন, নবীনগরে একজন ও সরাইলে একজন, আখাউড়ায় একজন, নাসিরনগরে একজন করোনায় আক্রান্ত হয়েছেন। আজকের করোনা আক্রান্ত ৮ জন নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় জেলায় মোট ১০০ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন কার্যালয়ের কন্ট্রোলরুমের চিকিৎসক ডা. সানজিদা এ তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: আখাউড়ায় স্বাস্থ্য সহকারী করোনা ভাইরাসে আক্রান্ত
খোঁজ নিয়ে জানা গেছে, জেলায় ইতিমধ্যেই ৫৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। করোনা পরিস্থিতির শুরুর দিকে জেলায় ২ জন মারা যায়। এ পর্যন্ত জেলায় ৩ হাজার ৩৮২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে, যার মধ্যে ২ হাজার ৮৫৯ জনের ফলাফল পাওয়া গেছে।
আর পড়ুন: আখাউড়াবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে ঘরে থাকার আহবান জানিয়েছেন ইউএনও রেইনা
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com